Friday, May 1, 2020

Dhaka to Cox's Bazar Travel Insights (ঢাকা কক্সবাজার বিমান ভাড়া, সময়সূচি,ফ্লাইট বুকিং সহ সকল তথ্য)

ঢাকা কক্সবাজার বিমান ভাড়া, সময়সূচি,ফ্লাইট বুকিং সহ সকল তথ্য


কক্সবাজার পৃথিবীর সব থেকে বৃহত্তম সমূদ্র সইকত এবং বাংলাদেশের সব থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র।এটি পৃথিবীর এক মাত্র সমুদ্র সৈকত যা ১৫৫ কিঃ মিঃ পর্যন্ত বিস্তৃত। বন্দুবান্ধব, পরিবার তথা হানিমুনের জন্য কক্সবাজার উৎকৃষ্ট স্থান।

Cox's Bazar Sea Beach ( Travel Insights- ভ্রমনের খুটিনাটি)


ঢাকা কক্সবাজার (আকাশ পথ) ঃ

ঢাকা কক্সবাজার সব থেকে আরামদায়ক ভ্রমন পথ হচ্ছে আকাশপথ । এই রুটে প্রতিদিন ৭-৮  টি ফ্লাইট পরিচালিত হয়।যাত্রা পথে সময় লাগে ৫৫ মিনিট থেকে ১ ঘন্টা।যে সকল বিমান এই রুটে পরিচালিত হচ্ছেঃ





  • রিজেন্ট এয়ার ওয়েজ
  • নভো এয়ার
  • ইউ এস বাংলা এয়ারলাইন্স
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
ঢাকা কক্সবাজার রুটের বিমান ভাড়াঃ

  • রিজেন্ট এয়ার ওয়েজ ঃ ৪০০০ -৯৮০০ টাকা (শর্ত প্রযোজ্য)
  • নভো এয়ার ঃ ৩৯০০-৯০০০ টাকা (শর্ত প্রযোজ্য)
  • ইউ এস বাংলা এয়ারলাইন্স ঃ ৪২০০-৯৫০০ টাকা (শর্ত প্রযোজ্য)
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঃ ৩৫০০-১১০০০ টাকা (শর্ত প্রযোজ্য)
 ( এয়ারলাইন্স এর ওয়েবসাইট গুলোতে ভিসিট করলে সময় সূচী ও বর্তমান মুল্য জানতে পারবেন)






আগে বুকিং দিয়ে রাখলে কম ভাড়া গুনতে হয়। এছারা বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে, অফারে বুকিং দিলে কিছু অতিরিক্ত সুবিধা এবং ছাড় পাওয়া যায়। 

ঢাকা কক্সবাজার  ভ্রমন সড়ক পথঃ

বাংলাদেশের বড় বড়  সব বাস সার্ভিস বিলাশ বহুল বাস সেবা পরিচালনা করে আসছে ।ঢাকা থেকে কক্সবাজার  এর দূরত্ত ৪১৪ কিলোমিটার।ঢাকা থেকে বাস চট্টগ্রাম হয়ে তারপর কক্সবাজার   আসে ।সময় লাগে কম বেশি ১০-১২ ঘন্টা।লম্বা ছুটি থাকলে আগে থেকেই হোটেল বুকিং দিয়ে রাখতে হয়।এছারা অফ সিজনে সরাসরি হোতেল খুজে দরদাম করে আপনি রুম বুকিং করতে পারবেন।ঢাকা এর কল্যানপুর, কলাবাগান, আব্দুল্লাপুর, সায়েদাবাদ থেকে কক্সবাজার   এর বাস পাওয়া যায়।

No comments:

Post a Comment